বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
রুমানা আক্তার মেহেরপুর :
মেহেরপুরের গাংনীতে শাকিল(২২) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। (০৩ মে) সোমবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। শাকিল উপজেলার ধানখোলা ইউনিয়ন এর জুগিন্দা গ্রামের আব্দুর রবের ছেলে।
শাকিল এর পরিবার সূত্রে জানা গেছে ঋণের টাকা পরিশোধ করতে না পারায় তার স্ত্রীর সাথে প্রায় সময় ঝগড়া-বিবাদ লেগেই থাকত।
গত মঙ্গলবার(২৯এপ্রিল) সে বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে পরিবারের লোকজন প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়, অবস্থার অবনতি হলে ওই দিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রেফার্ড করে। ৩ মে সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। গাংনী থানার ওসি মোঃ বজলুর রহমান জানান, বিষয়টি শুনেছি, শাকিল এর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।