সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
হারুন উর রমিদ সোহেল, রংপুর ব্যুরো
রংপুরে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মহানগর মহিলা আওয়ামী লীগ।
গতকাল সোমবার বিকেলে নগরীর জিলা স্কুলের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে এ শ্রদ্ধাজ্ঞাপন করে নেতৃবৃন্দ। এর আগে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য আলেয়া খাতুন লাভলী, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম, সাধারণ সম্পাদক ইসমত আরা বর্ণা সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।