বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
রাজু আহমেদ রাজবাড়ী :
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬ মামলার দীর্ঘদিন পলাতক সাজাপ্রাপ্ত আসামী আকমল হোসেনকে গ্রেফতার করেছে। ২৫ জুন শুক্রবার গোয়ালন্দ ঘাট থানার অপারেশন অফিসার এস আই জাকির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ গভীর রাতে বৃষ্টি উপেক্ষা করে প্রযুক্তির সহতায় সাভারের আশুলিয়া থেকে আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী হলো, উজানচর হাবিল মন্ডল পাড়া মৃত ইমান আলী শেখের ছেলে আকমল হোসেন (৪৫)। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন তাকে গ্রেফতার করে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।