মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
আশরাফুল ইসলাম সবুজ,নরসিংদী:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচী অংশ হিসেবে নরসিংদীর রায়পুরায় উপজেলা ও পৌরসভা বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। তবে বিএনপি’র অভিযোগ তাদের বিক্ষোভ সমাবেশ করতে আসলে পুলিশ ও আওয়ামীলীগ নেতাকর্মীরা
বাঁধা দেয় বলে জানান। নেতৃবৃন্দরা জানায়, শুক্রবার (২৬ আগষ্ট) জুম্মার নামাজের পর দলের নেতাকর্মীরা তাদের পূর্বঘোষিত সমাবেশস্থল শ্রীরামপুর গরু বাজার মাঠে সমাবেশ করার কথা থাকলেও সেখানে একই সময়ে ছাত্রলীগের একটি প্রোগ্রাম থাকায় বিএনপির সমাবেশটি পৌর এলাকার জগির মোড়ে স্থানান্তর করা হয়। নেতাকর্মীরা আরোও জানায়, সেখানে বিএনপি নেতৃবৃন্দরা সমাবেশ শুরু করতে গেলে প্রথমে প্রশাসনের লোকেরা বাঁধা দেয় এবং পরে ছাত্রলীগের কর্মীরা আসলে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থল থেকে ছত্রভঙ্গ হয়ে ছড়িয়ে রায়পুরার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে। পরে বিকালে রায়পুরা বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্তভাবে সমাবেশ পালন করে দলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে জেলা ও উপজেলা বিএনপি নেতাকর্মীরা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সহ সরকার পরিবর্তনের ডাক দেন।
এর আগে দলীয় কর্মসূচীকে সফল করতে নরসিংদী জেলা বিএনপি’র আহ্বায়ক খায়রুল কবির খোকন আসার পথে পুলিশের বাঁধার মুখে পরে হাঁটুভাঙা পর্যন্ত আসেন। এছাড়াও সমাবেশ সফল করতে আসেন কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা যুবদলের সভাপতি মুহসিন হোসেন বিদ্যুৎ,উপজেলা বিএনপি সভাপতি একে নেছার উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল আহমেদ চৌধূরী, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ফাইজুর রহমানসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীরা। তবে সভাস্থলে আসতে প্রতি জায়গায় জায়গায় পুলিশের বাঁধা দেওয়া অভিযোগ করেন তারা। অপরদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শুক্রবার রাতে উপজেলা বিএনপির পক্ষ থেকে পিরিজকান্দি এলাকায় সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতাকর্মীরা।