বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
মাহবুব খান,নরসিংদী:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের মাঝে তুলে ধরতে নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করে লিফলেট বিতরণ অব্যাহত রেখেছেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান। ফজলে রাব্বি খান বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও শিবপুরের সাবেক এমপি শহীদ রবিউল আউয়াল খান কিরণ এর সন্তান এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ শহীদ হারুনুর রশীদ খানের ভাতিজা।জানা যায়,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শহীদ পরিবারের সুযোগ্য উত্তরসূরি এই ফজলে রাব্বি খান।দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি প্রচার প্রচারণায় অনেকটাই এগিয়ে রয়েছেন এই তরুণ এমপি প্রার্থী।তিনি ধারাবাহিকভাবে উপজেলার প্রতিটি ইউনিয়নের বাজারগুলোতে গণসংযোগ করে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের লিফলেট বিতরণ করছেন,একই সাথে এমপি প্রার্থী হিসেবে সকলের দোয়া চাচ্ছেন।গণসংযোগ করতে গিয়ে তৃণমূল আওয়ামী লীগ ও সাধারণ ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান ফজলে রাব্বি খান।সরেজমিনে গিয়ে জানা যায়,ফজলে রাব্বি খানের পিতা ছিলেন শিবপুরের মাটি ও মানুষের নেতা,আওয়ামী লীগের সাবেক এমপি এবং তার চাচা ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের অভিভাবক,দীর্ঘ ২৫ বছরের সফল সভাপতি ও আমৃত্যু উপজেলা চেয়ারম্যান। যে কারণে,শিবপুরের তৃণমূল আওয়ামী লীগের কর্মী সমার্থকদের রাব্বি খানের প্রতি সুনজর রয়েছে।তারা মনে করেন এই শহীদ পরিবার থেকে কেউ নৌকার মাঝি হলে শহীদ হারুনুর রশীদ খানের মতো একজন অভিভাবক ফিরে পাবে তৃণমূল আওয়ামী লীগ।রবিবার (১ অক্টোবর) তিনি বাঘাব ইউনিয়নের বিভিন্নস্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।এর আগে তিনি পুটিয়া,মাছুমপুর,সাধারচর,দুলালপুর ও জয়নগর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।এ প্রসংগে রাব্বি খান বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িয়েছে। আওয়ামী লীগ দেশের সর্বস্তরের মানুষের মৌলিক চাহিদা তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান নিশ্চিত করণসহ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়ন করেছে। তন্মধ্যে সন্ত্রাস-জঙ্গীবাদ ও মাদক মুক্ত বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, উন্নত চিকিৎসা, যুগোপোযোগী শিক্ষার প্রসার, পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট ইত্যাদি উল্লেখ যোগ্য।সরকারের উন্নয়নকে জনগণের মাঝে তুলে ধরা আমাদের প্রত্যেকটি নেতাকর্মীর দায়িত্ব।আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করে দেশের উন্নয়নের আরেকধাপ এগিয়ে নিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ফজলে রাব্বি খান।