বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাহবুব খান,নরসিংদী:
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম এর শুভ উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে বুধবার (১১ অক্টোবর) সকালে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের নতুন হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ মোহাম্মদ সজীব এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোহসিন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান রাসেল,উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজিজুর রহমান খান,আলমগীর হোসেন মৃধা আঙ্গুর,জেলা আওয়ামী লীগের সদস্য ফরহাদ আলম ভূঁইয়া,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মাসুদ পারভেজ,পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক খান প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউপি চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।আলোচনা সভার পূর্বে ফিতা কেটে নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবনের চারতলার শুভ উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।