শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী মহানগর বিএনপি’র সাতটি থানার আহ্বায়ক কমিটি ঘোষণা যানজট নিরসন দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে আরএমপি’র মতবিনিময় সভা শ্যামনগরে এবার কৃষকরা আমন ধানের আশানুরুপ ফলন পেয়েছে পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ১জন আহত শাজাহানপুরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত মান্দায় বিল উন্মুক্তের দাবিতে জেলেদের সংবাদ সম্মেলন সভাপতির স্বৈরাচারী আচরন স্বজনপ্রীতি ও দুর্নীতিতে পাবনা শহর সমাজ সেবা কার্যালয়ের কার্যক্রম স্থবির হাবিপ্রবিতে আবাসন সংকট-হলে থেকেও অনাবাসিক অনেক ছাত্র রাজশাহী মহানগরীতে নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে আ’লীগের সাবেক সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ১৪ রাজশাহীতে অর্ধশত বোতল ফেনসিডিল-সহ মাদক কারবারী গ্রেফতার

ঐতিহাসিক ৭ মার্চ পালিত

Reading Time: 5 minutes

৭ মার্চে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা
মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ:
গোপালগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানানো হয়েছে। মঙ্গলবার (০৭ মার্চ) সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে জেলা আ’লীগ, গোপালগঞ্জ পৌরসভা সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এ শ্রদ্ধা নিবেদন করেন।  সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম, জেলা আওয়ামী লীগ, গোপালগঞ্জ পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ছাত্রলীগ, টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা পরিষদ, টুঙ্গিপাড়া উপজেলা আ’লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, টুঙ্গিপাড়া পৌরসভা, মহিলা আ’লীগ, সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শ্রমজীবী ও পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।  শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সকল সদস্যের বিদেহী আত্মার এবং মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আ’লীগের  সভাপতি মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌরসভার মেয়র ও সহসভাপতি শেখ রকিব হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ‌্যাডভোকেট মুন্সি আতিয়ার রহমান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন বলেন, ‘একটি তর্জনী আঙুল উঁচিয়ে দেশের স্বাধীনতার ডাক দিয়ে স্ব-পরিবারে জীবন দিয়ে চির অমর হয়ে আছেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু জন্ম না নিলে বিশ্ব মানচিত্রে সোনার বাংলার ঠাঁই হতো না। ৭ মার্চের ভাষণ প্রবীণ সহ নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পাদনে প্রধানমন্ত্রীকে সহায়তা করতে আমাদের উদ্বুদ্ধ করে।’ দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসির ভাষণ প্রচার করা হচ্ছে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা দেশত্মবোধক গান, নাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন।
মাহবুব খান, শিবপুর নরসিংদী:
নরসিংদীর শিবপুরে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার (৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শিবপুর উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,শিবপুর মডেল থানা ও অন্যান্য সংগঠন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত,সহকারী কমিশনার (ভূমি)  শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোহসিন নাজির,সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, আমির হোসেন,দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ,পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ খোকন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফারুক খান, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ মোহাম্মদ আলী মিন্টু মৃধা, উপজেলা তাঁতী লীগের সভাপতি মোঃ হানিফ মিয়া, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,পৌর তাঁতীলীগের আহ্বায়ক জহিরুল ইসলাম মিঠু ও যুগ্ম আহবায়ক মোঃ সোহেল রানাসহ বিভিন্ন নেতৃবৃন্দ। পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসনের সভা কক্ষে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বগুড়া ধুনট ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন
মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া :
ধুনট উপজেলা প্রশাসন আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে পুষ্পার্ঘ্য, বর্ণাঢ্য মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ঘটিকার সময় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার ( মুজিব চত্বরে) এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি.আই.এম নুরুন্নবী তারিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, পৌর মেয়র এ.জি.এম বাদশা, ভাইস চেয়ারম্যান মহসীন আলম,  যুগ্ন সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, তদন্ত ওসি মনিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফেরদৌস আলম, আওয়ামীলীগ নেতা গোলাম সোবাহান, ধুনট সরকারি ডিগ্ৰী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, উপজেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মতিউর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, মেহেদী প্রমূখ। ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপির পক্ষে, উপজেলা প্রশাসনের পক্ষে , উপজেলা পরিষদের পক্ষে, উপজেলা আওয়ামী লীগের পক্ষে, ধুনট থানার পক্ষে ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ৭ই মার্চের ভাষণের উপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে  বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মাধবপুরে ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপন 

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর :
হবিগঞ্জের মাধবপুরে ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার ৭ মার্চ সকাল ১১ টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদের সভাকক্ষে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশগ্রহণ করেন, সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব,শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার,ত্বোয়াহা ইয়াসিন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায় সহ মুক্তিযোদ্ধাগণ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনুমাধব রায়, যুবলীগ সভাপতি মোঃ ফারুক পাঠান, উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জালাল উদ্দীন লস্কর সহ  সাংবাদিক আজিজুর রহমান জয়, সাংবাদিক শ্রীবাস সরকার।
এর আগে সকাল ৯ টায় উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও উপজেলা প্রেসক্লাব সহ সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পাবনায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত
এস এম আলম, পাবনা:
পাবনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ । এ উপলক্ষে সকালে জেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার আকবর আলী মুনসী,সিভিল সার্জন ড. মনিসর চৌধুরী, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, জেলাপরিষদ, পাবনা পৌরসভা, পাবনা চেম্বার আব কমার্স এন্ডইন্ডাস্ট্রিজ, জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠন। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন।
সুন্দরগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন
হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ গাইবান্ধা :
ব্যাপক কর্মসূচির মধ্যে দিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, ইউনিয়ন পরিষদ, ব্যাংক বীমা, রাজনৈতিক অঙ্গ-সংগঠন ভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা, র‌্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান, তবারক বিতরণ ও দোয়া মাহফিল। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিসেস আফরুজা বারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার।  উপজেলা প্রাণি সম্পদ অফিসার ফজলুল করিমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার রাশিদুল করিম, থানা অফিসার কেএম আজমিরুজ্জামান, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আকন্দ, পৌর আ’লীগ সভাপতি আহসানুল করিম চাঁদ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রমূখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
 এদিকে  উপজেলার বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ব্যাপক কর্মসুচির মধ্যে দিয়ে দিবসটি পালনক করা হয়।  বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক মুসলিম আলী, হায়দার আলী, উজ্জল বিকাশ রায়, সেলিম মিয়া প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com