বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন

News Headline :
সভাপতির স্বৈরাচারী আচরন স্বজনপ্রীতি ও দুর্নীতিতে পাবনা শহর সমাজ সেবা কার্যালয়ের কার্যক্রম স্থবির হাবিপ্রবিতে আবাসন সংকট-হলে থেকেও অনাবাসিক অনেক ছাত্র রাজশাহী মহানগরীতে নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে আ’লীগের সাবেক সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ১৪ রাজশাহীতে অর্ধশত বোতল ফেনসিডিল-সহ মাদক কারবারী গ্রেফতার সিরাজগঞ্জে দিগন্ত জুড়ে সরিষা ফুলে সেজেছে মাঠ, মধু সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে মৌ-চাষীরা রাজশাহীতে মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মিথিলা-সহ গ্রেফতার ২৭ শ্যামনগরে হিংস্র মহিষের আক্রমণে ছয় জন গুরুতর আহত খুনিরা অধরা পাবনায় জুলাই আগষ্ট বিপ্লবে নিহত-আহতদের পরিবার আতংকিত শহীদ নিলয়ের পরিবার ভয়ে মামলা করেনি ভিসি প্রো-ভিসি নিজেরাই কোটার সুবাধে চেয়ারে বসে আছে-রাবি কর্মচারী পাবনায় চাঁদাবাজির মামলায় সাবেক ডিপুটি স্পিকার কারাগারে

শিবপুরে গুলিবিদ্ধ উপজেলা চেয়ারম্যান মারা গেছেন,রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা সম্পন্ন 

Reading Time: 2 minutes

মাহবুব খান, শিবপুর নরসিংদী :
গুলিবিদ্ধ হওয়ার ৩ মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুনুর রশীদ খান (৭৫)। বুধবার (৩১ মে) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি। বৃহস্পতিবার বাদ যোহর হারুনুর রশীদ খানের নিজ গ্রামের বাড়ী উপজেলার মজলিশপুরে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে উপস্থিত ছিলেন শিবপুরের এমপি জহিরুল হক ভূঞা মোহন, নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি জি এম তালেব হোসেন, শিবপুরের সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন, নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী প্রমুখ। এছাড়া জানাজা নামাজ পূর্বে পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত আলোচনা করেন হারুনুর রশীদ খানের ভাতিজা নরসিংদী-২ পলাশের এমপি আনোয়ারুল আশরাফ খান দিলীপ, ছেলে আমীনুর রশীদ খান তাপস ও ভাতিজা সাবেক এমপি শহীদ রবিউল আওয়াল খান কিরণের ছেলে ফজলে রাব্বি খান। তারা তাদের বক্তব্যে হারুনুর রশীদ খানের হত্যাকারীদের বিচার দাবী করেন। জানাজা নামাজের পূর্বে শিবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হারুনুর রশীদ খানকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়।
এদিকে বুধবার হারুনুর রশীদ খানের মৃত্যুর খবরে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শিবপুর উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলসহ সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। বিকেলে শিবপুরের কলেজ গেইট ও ইটাখোলা মোড়ে এই বিক্ষোভ কর্মসূচি করেন তারা। সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা মোড়ে সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। এছাড়া মহাসড়কের কামারটেক, চৈতন্যা, সৃষ্টিঘর বাসস্ট্যান্ড এলাকায়ও টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করা হয়। এসময় মহাসড়কের অন্তত দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। প্রায় ২ ঘন্টা পর অবরোধ সরিয়ে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে ২৫ ফেব্রুয়ারি সকালে উপজেলা সদরের নিজ বাসভবনে দূর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন বর্ষীয়ান রাজনীতিবিদ হারুনুর রশীদ খান। এরপর রাজধানী ঢাকা ও  ভারতে চিকিৎসা নিয়েছেন তিনি। সবশেষ গত ১৯ মে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ারের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) তে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয় । শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ভূঁইয়া রাখিল বলেন, প্রিয় নেতার মৃত্যুতে স্থানীয় নেতাকর্মীরা উত্তেজিত হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। আমরা চাই এই নেতার হত্যাকারীদের সুষ্ঠু বিচার হোক। হারুনুর রশীদ খান দীর্ঘ ২৫ বছর শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করেছেন। এছাড়া বর্তমানে শিবপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ছিলেন।
উল্লেখ্য ১৯৮৬ সালে হারুনুর রশীদ খানের বড় ভাই সাবেক এমপি শহীদ রবিউল আওয়াল খান কিরণকেও সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com