বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাহবুব খান,নরসিংদী:
নরসিংদীর শিবপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। শনিবার (২ মার্চ) সকালে শিবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে একটি র্যালী উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘সঠিক তথ্যে ভোটার হবো-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই প্রতিপাদ্যে আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নূর,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহসীন নাজির,সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল,সহ-সভাপতি আজিজুর রহমান খান, সাংগঠিনক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুদ্দীন মোঃ আলমগীর,শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম,সাধারণ সম্পাদক শেখ মানিক প্রমুখ।বক্তাগণ ভোটারদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন এবং প্রকৃত তথ্যের ভিত্তিতে ও শনাক্তকারীর প্রদানকৃত তথ্যের সঠিকতা যাচাই করে তথ্য সংগ্রহের আহবান জানান।