admin
- ১১ ফেব্রুয়ারী, ২০২৩ / ১০৪ Time View
Reading Time: < 1 minute
মাহবুব খান, শিবপুর নরসিংদী:
নরসিংদীর শিবপুরে জামায়াত,বিএনপির নৈরাজ্য সৃষ্টি ও সারাদেশে অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শান্তি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ইটাখোলা গোলচত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.মোহসিন নাজিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এড. সানজিদা খানম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জি এম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী,স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল মজিদ মাহমুদ চন্দন,একরামুল হাসান ভূঁইয়া,সিরাজুল ইসলাম মোল্লা (সাবেক সাংসদ) প্রমূখ।এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান,আলমগীর হোসেন মৃধা,যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,পৌরসভা আওয়ামী লীগের সভাপতি খোকন ভূঁইয়া,সাধারণ সম্পাদক ফারুক খানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বিএনপি জঙ্গিবাদের উত্থান করেছে,তারা জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সংসদ সদস্যদের হত্যার চেষ্টা করেছিলো।সেই অপশক্তি আজও চক্রান্ত করে যাচ্ছে।তাই আগামী সংসদ নির্বাচন পর্যন্ত আমাদের সকলকে মাঠে থাকতে হবে। দেশকে যারা অশান্ত করতে চাচ্ছে তারা দিবা স্বপ্ন দেখছে,অশান্ত করে ক্ষমতায় যাওয়া যাবেনা।দেশের জনগণ আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়।