admin
- ১৭ মে, ২০২৩ / ৬৫ Time View
Reading Time: < 1 minute
মাহবুব খান, নরসিংদী শিবপুর:
নরসিংদীর শিবপুরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর কন্যা, আওয়ামী লীগ সভানেত্রী, সফল রাষ্ট্রনায়ক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৭ মে) বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসিন নাজির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন। শিবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসীন নাজিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান খান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল হাই মাস্টার,শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী,দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ খোকন ভূঁইয়া,সাধারণ সম্পাদক ফারুক খান,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসি ইসলাম,সাধারণ সম্পাদক শারমিন সুলতানা,উপজেলা কৃষকলীগের সভাপতি মোহাম্মদ আলী মিন্টু মৃধা, আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাজুল। এ সময় শিবপুর উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।