admin
- ২ ফেব্রুয়ারী, ২০২৩ / ১১৮ Time View
Reading Time: < 1 minute
মাহবুব খান, শিবপুর নরসিংদী :
নরসিংদীর শিবপুরে নোয়াদিয়া খৈশাখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে স্কুল মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের সভাপতি আহসান হাবিব ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান,আলমগীর হোসেন মৃধা,যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,আইয়ুবপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান সরকার,পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান প্রমূখ।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,অভিভাবকগণ ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। একই দিনে উপজেলার যোশর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন।