admin
- ২১ ফেব্রুয়ারী, ২০২৩ / ১১০ Time View
Reading Time: < 1 minute
মাহবুব খান,নরসিংদী:
শিবপুর: নরসিংদীর শিবপুরে মরহুম সুবেদার মেজর (অবঃ) মনসুর আহমেদ স্মৃতি ফাইনাল ফুটবল টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা দুলালপুর ইউনিয়নের লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিল্পমন্ত্রী জনাব এ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (এমপি)।খেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল বাতেন বিএসসির সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা,শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: আব্দুল ওয়াহেদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত,মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল,সহ-সভাপতি আজিজুর রহমান খান,আলমগীর হোসেন মৃধা,যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,জেলা আওয়ামী লীগের সদস্য ফরহাদ আলম ভূঁইয়া প্রমূখ।খেলায় সাধারচর সাধারচর ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জয়নগর ইউনিয়ন। শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।