শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৪:৪৪ পূর্বাহ্ন

News Headline :
সিরাজগঞ্জে যুবদল নেতার সকল কর্মকান্ড স্থগিত রংপুরে ৩ দিন ব্যাপী পিআইবি’র সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন নেসকোর দূর্নীতিগ্রস্থ কর্মকর্তাদের অপসারণ ও শাস্তির দাবিতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার নিকট আবেদন গাইবান্ধায় ছোট ভাইয়ের লাথির আঘাতে বড় ভাইয়ের মুত্যু হামলা-মামলা ও নির্যাতনের শিকার তাদেরকে স্বীকৃতি দিতে না পারি ইতিহাস ক্ষমা করবে না-তারেক রহমান ১৫ বছরের আমাদের ওপর যে জুলুম করা হয়েছে তা আর কারো ওপর করেনি-জামায়াতের আমির সিরাজগঞ্জে ২০ লাখ টাকার বিনিময়ে আঃলীগের চেয়ারম্যানকে চেয়ারে বসানোর ঘটনায় বিএনপির তদন্ত কমিটি গঠন রংপুর পীরগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ৫১৭ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারী আটক শেরপুরের নালিতাবাড়ীতে চালকের গলাকেটে অটো ছিনতাইয়ের চেষ্টা গ্রেফতার ৪

কিশোরগঞ্জে কিন্ডারগার্টেন স্কুল খোলার দাবিতে মানববন্ধন

Reading Time: < 1 minute

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ নীলফামারী
“শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন এর জন্য বাজেটে আর্থিক বরাদ্দ এবং সরকার ঘোষিত ১৬ই জুন সকল প্রতিষ্ঠান খোলার ঘোষণা বহাল রাখার দাবিতে নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা কিন্টারগার্ডেন পরিবারের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে কিন্ডারগার্টেন পরিবারের পাঁচ শতাধিক শিক্ষক -শিক্ষিকা ও কর্মচারীরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ মিলেনিয়াম স্টারস একাডেমির পরিচালক (অব:) অধ্যক্ষ আব্দুর রউফ এর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান,কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলার রহমান, সমাজসেবক হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেড বাবু। এ দুর্যোগময় মুহূর্তে কর্মহীন হয়ে পড়া শিক্ষকদের এ মানববন্ধনে সংহতি প্রকাশ করে আরো অংশগ্রহণ করেন, উপজেলা নাগরিক কমিটি, জনকল্যাণ ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, দোকান মালিক সমিতি, সাহিত্য শিক্ষা পরিষদ। এ মানববন্ধন থেকে বক্তারা বলেন, শিক্ষকদের প্রণোদনা প্রদান ও সামাজিক দূরত্ব বজায় রেখে স্কুল খুলে দেয়ার উদাত্ত আহ্বান জানান। তারা আরো বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে কিন্ডারগার্টেনের শিক্ষকরা ব্যাপক ভূমিকা পালন করলে তারা এখন মানবেতর জীবনযাপন করছেন। অথচ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশের সকল স্তরের মানুষের জীবন-জীবিকার জন্য প্যাকেজ প্রণোদনা দিয়ে যুগান্তকারী অবদান রেখেছেন যা সারা বিশ্বে প্রশংসনীয়। তাই জীবন জীবিকার জন্য স্কুলসমূহ চালু এবং ২০২১-২২ অর্থবছরে বরাদ্দ প্রদানসহ তারা বিষয়টি সদয় বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com