বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:০৮ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা:
একাডেমি অফ ফাইন আর্টসের নিউ সাউথ গ্যালারীতে, চিত্রী ও ভাস্কর গোষ্ঠীর, ৪৯ তম গ্রুপ প্রদর্শনী শুরু হল, ১৯ শে নভেম্বর। যিনি এই চিতী ও ভাস্কর গোষ্ঠীর প্রতিষ্ঠাতা, অশোক কুমার বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যেই এই প্রদর্শনীর আয়োজন, এই প্রদর্শনী চলবে ১৯ শে নভেম্বর থেকে ২৫শে নভেম্বর পর্যন্ত, প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে এবং তাদের দেখার সুযোগ থাকছে। বিশিষ্ট অতিথিদের হাত ধরেই এই প্রদর্শনী শুভ সূচনা হয় ১৯ শে নভেম্বর, ১১ জন শিল্পী এই প্রদর্শনীতে তাদের চিত্র তুলে ধরেছেন, শুধু তাই নয়, এই প্রদর্শনীতে প্রয়াত অশোক কুমার বিশ্বাসেরও কয়েকটি ছবিও প্রদর্শিত হয়েছে। এই প্রদর্শনীতে পেন্টিং এবং ক্রাপচারের বিভিন্ন কাজ তুলে ধরা হয়েছে, প্রয়াত অশোক কুমার বিশ্বাসের জন্ম বাংলাদেশের বরিশালে, তিনি বেশ কয়েকটি পুরস্কারে পুরস্কৃত সম্মানিত হন, ১৯৬৫ সালে আলজিয়ার্সে নবম বিশ্ব যুব উৎসবে রৌপ্যপদক পান। ১৯৬৯ সালে ভারতীয় রেল কর্তৃপক্ষের দ্বারা বিশেষ পুরস্কারের সম্মানিত হন। তাহার কর্মধারাকে এবং শিল্পশৈলোকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন শিল্পীরা। এই প্রদর্শনীতে যাহাদের ছবি প্রদর্শীত হয়েছে তাহারা হলেন, পি .সেন, অভিনন্দন বড়ুয়া, দিলীপ পাল, কল্যাণ চৌধুরী, পুলক কর্মকার, অর্জুন মুখোপাধ্যায়, রিতা রায়, রত্না বোস, পি সিকদার, জিতেন্দ্র নাথ রায় ও প্রয়াত অশোক কুমার বিশ্বাস।
প্রত্যেকেই সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে বলেন, আমরা প্রতি বছরই এই ধরনের প্রদর্শনী করে থাকি, যিনি এই প্রতিষ্ঠানের স্রষ্টা তাহার উদ্দেশ্যে, এটি আমাদের ৪৯ তম প্রদর্শনী, চিত্রী ও ভাস্কর্য গোষ্ঠী সব সময় যেমন কিছু করার চেষ্টা করেন, তেমনি কারো স্মৃতিকে তুলে ধরার চেষ্টা করেন। যাহার হাত ধরে আমাদের এই জগত পাওয়া, আর দর্শকদের উদ্দেশ্যে বলবো,শিল্পীরা কোনদিন থেমে থাকলে হবে না, শিল্পকে ধরে রাখলে নিশ্চয়ই একদিন এগিয়ে চলার পথ খুঁজে পাবে। তাই সকল শিল্পীদের উদ্দেশ্যে বলবো, কোন কিছুতে যেন ভেঙে না পড়ে, মনোবলকে শক্ত রাখার জন্য। জয় একদিন হবেই।