বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
Reading Time: < 1 minute
রোহান খান,ঈশ্বরদী:
গাছ লাগিয়ে যত্ন করি-সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এবারের বৃক্ষরোপণ অভিযানের এই প্রতিপাদ্যকে তুলে ধরে পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নানা জাতের বৃক্ষ রোপন করা হয়। আজ মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৯টায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ভেষজ, ওষুধি ও অন্যান্য গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এফ এ আসমা খান।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বাস্থ্য কমপ্লেক্সর (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম শামীম, ডাঃ স্মৃতি, ডাঃ স্বর্না সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। কর্মসূচির শুরুতেই ডাঃ এফ এ আসমা খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা দেশের এক ইঞ্চি জায়গাও যেন পতিত পড়ে না থাকে। তাই প্রধানমন্ত্রীর এই নির্দেশনা প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে কর্মরত প্রতিটি সদস্যকে তাদের বাড়ির খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ভেষজ, ওষুধি ও অন্যান্য গাছের চারা রোপন করার আহŸান জানান। একইসাথে তিনি অপ্রয়োজনীয়ভাবে গাছ না লাগিয়ে পরিকল্পনামাফিক গাছ লাগানোর পরামর্শ দেন এবং বাড়ির আঙ্গিনার পতিত ও খালি জায়গায় শাকসবজিসহ ফলমূল ও ওষুধি গাছ লাগানোর আহŸান জানান।সঠিক স্থান ও সঠিক প্রজাতি নির্বাচন করে গাছ লাগিয়ে সেগুলোর সঠিক যত্ন ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, গাছ বাতাস থেকে কার্বনডাইঅক্সাইড শোষণ করে, বায়ুন্ডলে অক্সিজেন ছেড়ে দেয়, বায়ুদূষণ রোধ করে এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাই সুস্থ জীবন ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতকরণের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে আমাদের অধিক পরিমাণে বৃক্ষ রোপন করা প্রয়োজন। তিনি আরো বলেন বিশ্বব্যাপী প্রাকৃতিক পরিবেশ বৈষম্য চলছে, যার ফলশ্রæসতিতে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, শীতের প্রকোপ কমে যাচ্ছে। বাংলাদেশের ঋতু বৈচিত্রের ওপর এর নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে।