রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
আজ ১৯ শে জুলাই, বুধবার দুপুর দুটোই, রাজ্য গ্রুপ ডি ২০১৭ ওয়েটিং কর্মপ্রার্থীরা,। রাস্তায় নামলেন এবং মিছিল করলেন শহীদ মিনার থেকে হাজরা মোড় পর্যন্ত, প্রায় দেড় থেকে ২০০ কর্মপ্রার্থী মিছিলে যোগ দেন, মিছিলে যারা নেতৃত্ব দেন, তাদের মধ্যে ছিলেন আশিস ধামরই, প্রতীক সরকার, কিংশুক চৌধুরী, জয় ভট্টাচার্য, দেবাশীষ সরকার সহ অন্যান্যরা, তাদের একটাই দাবী, খেলা নয়, মেলা নয় ,চাকরি চাই। দুর্নীতি দূর হোক, বেকারদের চাকরি হোক, আজ আমরা ৩৫০ দিন ধরে ধরনা মঞ্চে বসে ,কিন্তু একবারও দিদির সহানুভূতি হয়নি, আমাদের সাথে দেখা করার এবং ন্যায্য চাকুরি প্রার্থীদের ,চাকুরী নিয়ে আলোচনা করার, বছরের পর বছর ধরে শুধু বঞ্চনা আর আন্দোলন, সত্তিকারের চাকুরি প্রার্থীদের চাকুরী নাই , অথচ এটা সম্পূর্ণ দিদির দপ্তর, যে দপ্তরে প্রচুর শূন্য পদ রয়েছে, তবুও আমাদের দিকে একবারও মুখ ফিরে তাকান না, শুধু প্রতিশ্রুতি ছাড়া আর কিছু নাই, আমরা বারবার দপ্তরে দপ্তরে ঘুরেছি আন্দোলন করে চলেছি ঝড়-বৃষ্টি জলে আজও একই ভাবে বসে, তাই আজ আমরা শহীদ মিনার থেকে হাজরা মোড় পর্যন্ত একটি অভিনব মিছিল করলাম। এবং যার মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করলাম ,খেলা নয় ,চাকরি চাই। তাই আজ আমাদের সবার হাতে হাতে একটি করে বল, অনেক হলো খেলা আর মেলা ,এবার আমাদের দিকে তাকান, এবং দুর্নীতি পরায়ণ মানুষদের শাস্তি দিন, যাদের জন্য আমরা আজও চাকরি পাইনি, টাকার বিনিময়ে চাকরি বিক্রি হচ্ছে, আর আমাদের বাবা-মা পড়িও আজ আমরা পাশ করেও ধন্য মঞ্চে বসে, আর কতদিন এইভাবে পথে বসে থাকতে হবে তার জবাব চাই,। কেন আমরা আজও বঞ্চিত।