বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
সোহাগ হোসেন জামালপুর:
“সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায় কিডনী রোগী মাদারগঞ্জের কিশোরী মিম” এমন শিরোনামে খবর প্রচার হলে বিষয়টি নজরে আসে জামালপুর জেলা পুলিশ সুপার নাসির উদ্দিন আহম্মেদ এর। তিনি আশ্বাস দেন মিমের পাশে দাঁড়ানোর। তার কয়েকদিনের মাথায়, শনিবার ( ৩১ জুলাই ) দুপুরে অসুস্থ মিম এর খোঁজ খবর নিতে বালিজুড়ী হাইস্কুল মোড়ে টিনসেড ভাড়া বাড়িতে আসেন তিনি। এসময় তিনি মিম এর চিকিৎসার জন্য নগদ ২০হাজার টাকা তার মা মর্জিনা বেগম এর হাতে তুলে দেন। সেই সাথে তাদেরকে পাকা বাসা ভাড়া নিতে বলেন। এবং প্রতিমাসে বাসা ভাড়া পরিশোধের দায়িত্ব নেন। এসপি নাছির উদ্দিন আহম্মেদ এর আগে অসুস্থ, অসহায় ব্যক্তিদের মাঝে নগদ আর্থিক সহযোগীতা করেছেন। এ সময় মাদারগঞ্জ সার্কেল এএসপি স্বজল কুমার সরকার, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক উপস্থিত ছিলেন