বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ মিজানুর রহমান- কিশোরগঞ্জ নীলফামারী:
গৌরব উজ্জ্বল সংগ্রাম সাফল্যের পথ ধরে নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা শাখার স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের ৫১তম শুভ জন্মদিন উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্থ দুঃস্থ-অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার সকালে কিশোরীগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ,কেক কাটা, আলোচনা সভা,দোয়া মাহফিল করা হয়।এ সময় বক্তব্য রাখেন,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পতিরাম চন্দ্র রায়, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান চিলু, সহ-সভাপতি রাশেদুর রহমান রাশেদ, শ্রমিক লীগের আহ্বায়ক আশুতোষ সিংহ রায় লক্ষণ, ছাত্রলীগের সভাপতি মাঈনুল আরফিন সপুসহ দলটির বিভিন্ন ইউনিয়নের সভাপতি/সাধারণ সম্পাদক প্রমুখ। রবিউল ইসলাম বাবু তার বক্তব্যে বলেন,বর্তমানে আ’লীগে ছত্রছায়ায় জামাত, বিএনপি’র সুযোগসন্ধানী নেতারা ঠাঁই গেড়েছে। তাই ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচনে কেউ যাতে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে না পারে সেদিকে সজাগ থাকার জন্য দলীয় নেতাকর্মীদের উদাত্ত আহ্বান জানান।তিনি আরো জানান, ইতোঃমধ্য নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান জামাত শিবিরের নেতাকর্মীর মাধ্যমে ত্রাণ বিতরণ করছেন। এটা দুঃখজনক।