বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আশরাফুল ইসলাম সবুজ, নরসিংদী :
নরসিংদী শহর কৃষক লীগের ৫,৬,৭ ও ৯নং ওর্য়াডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে নরসিংদী শহরস্থ পৌরসভা মিলয়াতনে নরসিংদী শহর কৃষক লীগের ৫নং ওর্য়াডের আহ্বায়ক মোঃ রুজেল মিয়া সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ সাজন ভূইয়া এর সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত ত্রি-বার্ষিক সম্মেলন উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী শহর কৃষক লীগের আহ্বায়ক মোজাম্মেল হোসেন ভূইয়া ইকবাল। এসময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র কামরুলজ্জামান, নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী জেলা কৃষক লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ,সাধারণ সম্পাদক এড্যাভোকেট নজরুল ইসলাম রিপন, প্রধান বক্তব্য হিসেবে উপস্থিত ছিলেন শহর কৃষক লীগের সদস্য সচিব কাজী ওমর ফারুক লোকমান, বিশেষ বক্তব্য হিসেবে উপস্থিত ছিলেন মাসুম ভূইয়া টুটুল, রুহুল আমিন খন্দকার, সাফায়েত ভূইয়া, খোরশেদ আলম জাহাঙ্গীর,জনি আহমেদ,সদর থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক নাঈম মিয়া, এড্যা: জামাল উদ্দিন, শফির মিয়া, সেনেট,মামুন মিয়াসহ জেলা,সদর থানা, শহর ও ইউনিয় কৃষক লীগের সকল নেতাকর্মীরা। এর আগে কৃষক লীগের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে ত্রি-বার্ষিক সম্মেলন উপস্থিত হতে শুরু করেন। সবশেষে ৫,৬,৭ও ৯নং ওয়াডের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে এবং পরে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় নরসিংদী জেলা, সদর থানা,শহর কৃষক লীগের নেতাকর্মীরা।