রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা:
নবদ্বীপে প্রচারে এসে বিধায়িকা অভিনেত্রী ও সংগীত শিল্পী অদিতি মুন্সী বলেন, আমরা আশাবাদী মানুষ উন্নয়ন দেখে, মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য কাজ করেন।
আজ ২জুলাই রবিবার সমস্ত দলই প্রচারে নেমে পড়েছেন এলাকায় এলাকায় আর আজ নবদ্বীপে প্রচারে নামলেন সোনারপুরের বিধায়িকা অভিনেত্রী ও সংগীত শিল্পী অদিতি মুন্সী, নবদ্বীপের বিধায়ক কুন্ডরীকাক্ষ সাহা ,নবদ্বীপ পৌরসভার পৌরপিতা বিমান কৃষ্ণ সাহা, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্লোল কর, তাপস ঘোষ সহ ছিলেন অসংখ্য কর্মীবৃন্দ অসাধারণ মানুষ, ।
নির্বাচনের দিন ঘোষণা থেকেই প্রচারে জোড় কদমে ঝাঁপিয়ে পড়েছে শাসক বিরোধী সবাই, সকলেই হেভি ওয়েট নেতা ও মন্ত্রীদের নিয়ে প্রচারে নেমেছেন। বিরোধীরা যেমন তৃণমূলের বিরুদ্ধে নানা দুর্নীতির ইসু নিয়ে প্রচার করছেন, তেমনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সরকারের জনমুখী প্রকল্পের সুবিধা ও পরিসেবা সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন প্রচারে নেমে। আর মাত্র কয়েক দিন বাদেই ভোট। তাই ছুটির দিনেও প্রচার তুঙ্গে বিভিন্ন দলের।
রবিবার নবদ্বীপ ব্লকের কানাইগর থেকে দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো আয়োজন করেন তৃণমূল কংগ্রেসের তরফে, এই রোড শো নবদ্বীপ থেকে শুরু করে স্বরূপগঞ্জের এলাকায় এসে শেষ হয়, রালিতে যোগ দেন অসংখ্য কর্মীবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ ,শুধু তাই নয় অদিতি মুন্সীকে দেখার জন্য অনেক আগে থেকেই রাস্তার দু’ধারে ভিড় জমায়,। যান চলাচলের ও বিঘ্ন ঘটে। আজ সাংবাদিকদের মুখোমুখি হওয়ায়, বিধায়িকা অদিতি মুন্সী বলেন, আমরা আশাবাদী মানুষ এলাকার উন্নয়ন চায়, না বিরোধী দলেদের ভাষণ চাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেন, বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে তাদের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেন, তাই আমরা খুবই আশাবাদী সাধারণ মানুষ ব্যালোটে প্রমাণ দেবেন, আজকে রোড শোতে যেভাবে মানুষ সাড়া দিয়েছে, আমি আশা করি ব্যালট বাক্সে তার প্রমাণ হবে, এলাকার সাধারণ মানুষ কাকে বেছে নেবে ও আর কাকে চায়।