রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
এস আলম, পাবনা:
পাবনায় হত্যা মামলার রায়ে ২১ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরমিানা অনাদায়ে আরো তনি মাসরে দন্ডাদশে দয়িছেনে আদালত। আজ সোমবারে দুপুরে অতরিক্তি দায়রা জজ ইসরাত জাহান মুন্নী এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্তদরে মধ্যে ৬জন পলাতক রয়েছে। আদালতে উপস্থিত ১৫ জনকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
মামলার ববিরনে জানা যায়, গত ১৯৯৮ সালরে ১১ নভম্বের জলোর সদর উপজলোর চরতারাপুর ইউনয়িনরে ভাদুরডাঙ্গী গ্রামে জমি নয়িে বরিোধরে জরে ধরে দুদল গ্রামবাসীর সংর্ঘষে গুলবিদ্ধি হয়ে খুন হন আব্দুস সালাম নামে এক ব্যক্ত। এ ঘটনায় ২৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন তার ভাই আব্দুল জব্বার। পরের বছর ১৯৯৯ সালের ১ আগস্ট ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ৩ জন আসামির মৃত্যুর ফলে দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে আজ সোমবার ৩১ অক্টোবর ২১ জন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হলো।