মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আশরাফুল ইসলাম সবুজ,নরসিংদী :
পাখি ডাকা,ছায়া ঘেরা,নিভৃত পলিতে প্রাকৃতিক লীলাভূমিতে এক অপরুপ সৌন্দর্য্য বেষ্টিত নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মেঘনা নদী বেষ্টিত চর আড়ালিয়া ইউনিয়নের এক মনোরম পরিবেশে অবস্থিত ঐতিহ্যবাহী পূর্ব বাঘাইকান্দি এসইএসডিপি মডেল বিদ্যালয়ের ২০২২ ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (১১ জুন) সকাল ১১টায় পূর্ব বাঘাইকান্দি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে অত্র বিদ্যালের প্রধান শিক্ষক মোঃ আবু মুসা এর তত্ত্বাবধায়নে এবং সহকারি শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা: মো: রফিকুল হক। এসময় আরো উপস্থিত অত্র বিদ্যালয়ে পরিচালনা কমিটির কো- অপ্ট সদস্য ও চর আড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আইযূবুর রহমান আইয়ুব,সাধারণ সম্পাদক ও চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান সরকার,চর আড়ালিয়া ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি সজিব সরকার,নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক এম এ কুদ্দুস রাসেল,চর আড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ শারফিন শাহ্,সাবেক ইউপি সদস্য নিকচান মেম্বার,অহাব মেম্বার, মহসিন মেম্বার,তোফাজ্জল হোসেন বাবুল,চর আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান,২নং ওয়ার্ডের ইউপি রনি মেম্বার,ছাত্রলীগ নেতা হৃদয় মিয়া,আব্দুর রহমান নাহিদ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ভারাক্রান্ত মন নিয়ে বিদায় নিতে গিয়ে এবং বিদায় দিতে গিয়ে অনেক শিক্ষার্থী ও শিক্ষক আবেগে আপ্লুত হয়ে পড়েন। অনেক তুলে ধরেন বিদ্যালয়ের কৈশোর তারুণ্যের স্মৃতি বিজড়িত সকল কথা। আবারও বিদায় দিতে গিয়ে তারা বলেন বিদায় বেলায় বিরহ ব্যাথা আঁখি ছলছলি, যাবার বেলায় যে অপরে কাঁদায় তারেই মানুষ বলি। উক্ত অনুষ্ঠানে ২০২২ইং সালে পূর্ব বাঘাইকান্দি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় তিনটি শাখা থেকে মোট ৬৪ জন শিক্ষার্থী বিদায় উপলক্ষে তাদের সাফল্য কামনা বিশেষ মোনাজাত পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের ধর্ম শিক্ষক মোঃ আশকর আলী। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।