admin
- ২৯ মার্চ, ২০২৩ / ৯৮ Time View
Reading Time: < 1 minute
মো. মোরসালিন ইসলাম, ফুলবাড়ী দিনাজপুর :
দিনাজপুরের ফুলবাড়ীতে পবিত্র মাহে রমজান মাসের প্রয়োজনীয় নিত্য পণ্যের বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুর ইসলাম, সঙ্গে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোছা. রুমানা আক্তার, গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোজ্জামেল হোসেন, পৌর ইন্সপেক্টর মো. মুরাদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিতা রায় ও ফুলবাড়ী থানার একটি পুলিশের চৌকস টিম সহযোগী করেন। রিপোর্টাস ইউনিটির সাংবাদিকরা ছিলেন প্রমুখ।
মঙ্গলবার বিকাল ৪ টায় সবজি বাজারে ৫৭ ধারায় ভোক্তা অধিকার আইনে শ্রী প্রদিবের কাঁচামালের দোকানে ২০০ টাকা জরিমানা আরোপ করেন। মতি পালের দোকানে ৫২ ধারায় ১ হাজার টাকা ও নিমতলা মোড়ে জননী এন্টারপ্রাইজের মো. মাসুদ রানাকে বিস্ফোরক পদার্থ নিরাপদে না রাখার ২০১৬ সালে ৮ ধারা ভঙ্গের অপরাধে ২০ ( ক) ধারা ১০ হাজার টাকা জরিমানা আরোপ করেন।
সবজি ও মাছের বাজার, কাপড় ও কসমেটিক বাজারের প্রতিটি দোকান মনিটরিং করে সব দোকানে দ্রব্যমূলের তালিকা টাঙ্গানোর নির্দেশ দেন। নিত্য পণ্যের দাম বেশী রাখলে অসাধু ব্যবসায়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।