বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:১১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
সোহাগ হোসেন, মাদারগঞ্জ :
জামালপুরের মাদারগঞ্জে বেড়া-বেতাগা এস. এম সাইফুল্লাহ রহমান উচ্চ বিদ্যালয়ের ১৩তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার অত্র প্রতিষ্ঠানের আয়োজনে প্রতিষ্ঠান প্রাঙ্গণে দিনব্যাপি চলে এ অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলন ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এক্সিল্যান্স টেক্সটাইল মিলস্ লিঃ এর চেয়ারম্যান মোঃ আব্দুল মোতালিব। অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার এস.এম সাইফুল্লাহ রহমান। বেড়া-বেতাগা এস এম সাইফুল্লাহ রহমান উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ মোখলেছুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির,উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুল ইসলাম মাফু, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেক মাহমুদ প্রমুখ। আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগীতা ও কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপর চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় বেড়া – বেতাগা এস. এম সাইফুল্লাহ রহমান উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন।