বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
দেলোয়ার হোসেন তরফদার, সিলেট:
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পদিনাপুর গ্রামের মোস্তফা বক্স এর ছেলে সুহেল বক্স ও তার মা আজ রোববার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।ওই পরিবারের আরও চারজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।মোস্তফা বক্স এর ছেলে সুহেল বক্স রাজনগর বাজারে একজন ব্যবসায়ী ছিলেন। আজ দুপুর তিনি মারা যান। আছরের নামাজের পর মরহুমের জানাযা অনুষ্ঠিত হয় এবং রাত ৮ টার সময় মরহুমার মা ও মোস্তফা বক্সের স্ত্রী ইন্তেকাল করেন। আরও চারজন একি পরিবারে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, এই খবর নিশ্চিত করেন রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসিম। পদিনাপুর গ্রামের মোস্তফা বক্সের বাড়ী লকডাউন দেওয়া হয়েছে। রাজনগর এবং মৌলভীবাজার এর সাধারণ মানুষ কে আরও সতর্ক থাকতে হবে এবং মাক্স পরিধান করে চলাফেরার পরামর্শ দেন অফিসার ইনচাজ জনাব আবুল হাসিম।