সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:১৯ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা,ঈশ্বরদী, পাবনা:
পাবনার ঈশ্বরদীতে এলাকার চাচার সাথে চলাফেরা করায় রাজনৈতিক বিরোধের জেরে মারধর করে পরবর্তীতে বসত বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট চালিয়েছে প্রতিপক্ষরা। গত শনিবার সকালে উপজেলার দাশুড়িয়া গ্যাস পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। গত রবিবার ১০/০৪/২০২২ তারিখে কাওসার প্রামাণিক ঈশ্বরদী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ থেকে জানা যায়, কাওসার প্রামাণিক এর সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির রায়হান প্রামাণিক এলাকার চাচা ফয়সাল আহমেদ ফাহিম এর সাথে চলাফেরা করায় জোরপূর্বক নিষেধ করে। এর জেরে কয়েকদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত শনিবার আনুমানিক সন্ধ্যা ৭ টায় রায়হান প্রামাণিক দাশুড়িয়া গ্যাস পাম্পের সামনে থেকে বাঁশের লাঠি নিয়ে মারতে আসলে দৌড়ে পালায়। তাৎক্ষণিক স্থানীয়দের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে নেয়া হয়। পরবর্তীতে কাওসার প্রামাণিক এর নিজ গ্রামের বাড়ি রামচন্দ্র বহরপুরে কাওসার কে তার ঘর থেকে টেনে হেঁচরে বের করে এনে রামদা দিয়ে আঘাত করার উদ্দেশ্যে ছুড়ে মারে। সে সময় কাওসার ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে প্রাণ বাঁচায়। পরে কাওসারের মা, ও স্ত্রী এবং গর্ভবতী বোন কাওসার কে বাঁচাতে আসলে তাদেরকেও বেধড়ক মারধর করে। এবং গর্ভবতী বোন কে পা দিয়ে লাথি মারে। এতে ঘটনাস্থলে কাওসারের বোন মাটিতে লুটিয়ে পরে। পরবর্তীতে রায়হানের সাথে থাকা জোহা প্রামাণিক ও রায়হান মিলে কাওসারের ঘরে আসবাবপত্র ভাংচুর করে ও ঘরে থাকা নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন উদ্ধার করে। এতে ঘটনাস্থলে কাওসার এর মা, বোন, ও স্ত্রী গুরুতর আহত হয়ে স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে।
অভিযুক্ত রায়হান প্রামাণিক এর সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি এই বিষয়টি এড়িয়ে যান।
অপর অভিযুক্ত জোহা প্রামাণিক এর সাথে মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।