admin
- ২৮ ফেব্রুয়ারী, ২০২৩ / ১২১ Time View
Reading Time: < 1 minute
মাহবুব খান, শিবপুর নরসিংদী :
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশীদ খানকে নিজ বাসায় ঢুকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী যুবলীগ। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে যুবলীগ কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাজুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য দেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবপুরের সাবেক সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসীন নাজির,সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, সহ-সভাপতি এডভোকেট খোরশেদ আলম,সাবেক সহ-সভাপতি এ কে নাসিম আহমেদ হিরন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোতালিব খান,জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, পুটিয়া ইউপি চেয়ারম্যান খন্দকার হাসান উল সানি এলিছ, আয়ুবপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান সরকার,যোশর ইউপি চেয়ারম্যান রাশেল আহমেদ, বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার, জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুণ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা প্রমুখ। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেনের সঞ্চালনায় এসময় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। বক্তারা আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খানকে হত্যাচেষ্টার প্রতিবাদ জানিয়ে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।শেষে হারুনুর রশীদ খানের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।