রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাহবুব খান,নরসিংদী:
নরসিংদীর শিবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে নবনির্বাচিত স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার সাথে উপজেলায় দায়িত্বরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ সজিবের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহসীন নাজির,শিবপুর মডেলা থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান রাসেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল,শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।
তাছাড়া,মত বিনিময় সভার পূর্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরকে নিয়ে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং আগামী ২৯ জানুয়ারি বিজ্ঞান মেলা-২০২৪ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।