বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাহবুব খান,নরসিংদী:
নরসিংদীর শিবপুরে প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুন:একত্রীকরনে রেফারেল এবং আরপিএল সংক্রান্ত বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মার্চ) দুপুরে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড (তথ্য প্রযুক্তি,গবেষণা ও পরিকল্পনা) উপসচিব মো: গিয়াস উদ্দিন।
অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার সেন্টারের সহকারি পরিচালক আমিনুল হক, বিএমইটির সহকারী পরিচালক এনামুল হক, ওকাপ এর প্রতিনিধি শরিফুল ইসলাম সবুজ, ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড এর কাউন্সিলর টুটুল চাম্বুগর, ডেপুটি কাউন্সিলর তাজ উদ্দিন খন্দকার বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল,শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম,সাধারণ সম্পাদক শেখ মানিক,যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান প্রমূখ। সেমিনারে অভিবাসী কর্মীদের উদ্দেশ্যে কর্মকর্তারা নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এবং বিদেশ ফেরত অভিবাসীদের বিভিন্ন কথা শুনে তাদের সমাধানের প্রক্রিয়া জানান।