বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
Reading Time: < 1 minute
এম মনিরুজ্জামান,পাবনা:
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এবং বিদ্যালয়ের মাঠে ছায়া ও সৌন্দর্য বর্ধনে শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনার চত্বরে বৃক্ষ রোপণ করা হয়েছে। সোমবার দুপুরে পাবনার সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ মোঃ তরিকুল ইসলাম।এ সময় প্রেসক্লাবের সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আলী মাস্টার, সাপ্তাহিক পল্লী গ্রামের সম্পাদক আব্দুস শুকুর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, সহকারী প্রধান শিক্ষক ব্রজেন্দ্রনাথ দাস, সহকারী শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি জামিলুর রহমান লিটন, রবিউল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি এম মনিরুজ্জামান, দৈনিক যুগান্তরের প্রতিনিধি আব্দুল আলীম রিপন উপস্থিত ছিলেন।