admin
- ১৩ জানুয়ারী, ২০২৩ / ১১৫ Time View
Reading Time: < 1 minute
সাইফুল ইসলাম, হিলি দিনাজপুর:
দেশের উত্তরের জেলা দিনাজপুরে জেঁকে বসেছে শীত। আর এতে দুর্ভোগ পোহাতে নিন্ম আয়ের মানুষের। তাই নিন্ম আয়, অসহায় গরীব ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার বে-সরকারি একটি এনজিও সংস্থা। শুক্রবার (১৩ জানুয়ারি) পৌর শহরের ছাতনী চারমাথা বাজারে এনজিওটির নিজস্ব কার্যালয়ে এলাকার অসহায়, গরীব ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে। শীত বস্ত্র বিতরণ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম, বন্ধন এর (প্রশাসন ও পরিচালক) শফিকুল ইসলাম বিপ্লব চৌধুরী, হাকিমপুর হিলি শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম মিন্টু, অত্র ওয়ার্ডের কাউন্সিলর ফারুক হোসেন মল্লিক, বোয়ালদাড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নয়ন চন্দ্র দাসসহ অনেকে। দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর উপজেলায় বর্তমানে শীত জেঁকে বসেছে। এমন অবস্থায় এলাকার গরীব অসহায় দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। পরবর্তীতে শীত বস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানান তিনি।