রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০২:২৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
উচহ্লা মারমা-বান্দরবান:
বান্দরবান জেলা লামা উপজেলায় আজ ১৬ জুলাই ২০২১ খ্রী: ০১:৩০ ঘটিকায় লামা সেনাবাহিনী অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও কার্টুজ উদ্ধার করেছেন।
সেনাবাহিনী অভিযানের ৮৪৯১ মেজর শেখ আব্দুল্লাহ্ আল ফারাবী ক্যাম্প কমান্ডার, লামা চম্পাতলী আর্মি ক্যাম্প, ২৩ বীর, আলীকদম জোন এর নেতৃত্বে লামা উপজেলাধীন সরই ইউনিয়নের আন্দারী বাজার হতে মোহাম্মদ মহিউদ্দিন বয়সঃ ৫০, পিতাঃ তবিউল্লাহ্, সাংঃ বটতলী পাড়া, ০৫ নং ওয়ার্ড, ০৫ নং সরই
ইউনিয়ন, লামা এর মুদির দোকানে তল্লাশী চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি লোকান গান এবং দুই রাউন্ড রেডবল কার্তুজ উদ্ধার করা হয় । পরবর্তীতে উদ্ধারকৃত লোকাল গান ও দুই রাউন্ড রেডবল কার্তুজ লামা থানায় হস্তান্তর করা হয়।