শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
ঢাকা রোববার ৪ জুলাই ২০২১:
বাংলাদেশ মফস্বল বিএমএসএফ প্রতিষ্ঠার মাস উপলক্ষে রোববার ৪ জুলাই রাত ৯টায় সদস্য সংগ্রহের উদ্বোধন করা হয়। বিএমএসএফের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর ভাচুর্য়ালী এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সংগঠনের সহ-সভাপতি সাজ্জাদ চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সহ-সভাপতি মাহবুব আম্বিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নীলু ও মিজানুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক হারুন অর রশীদ, সহ-সম্পাদক সোহাগ আরেফিন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আহাদ, এমএ আকরাম, সোহেল সরদার, সীমা খন্দকার,তথ্য ও গবেষণা সম্পাদক আবুল হাসান বেলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোবারক বিশ্বাস, আইটি সম্পাদক হাসানুর রহমান সুমন প্রমূখ অংশ নেন।
আইটি সম্পাদক তৌহিদ হাসানের সঞ্চালনায় দুটি শেসনে বৈঠকটি সম্পন্ন হয়।
৫ জুলাই থেকে সারাদেশে অনলাইনে সদস্য সংগ্রহ করা হবে। সদস্য সংগ্রহ চলবে ৩০ জুলাই ২০২১ পর্যন্ত। কেন্দ্রীয় নির্বাহী কমিটির জুম মিটিংয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ের আন্দোলনে বিএমএসএফের গর্বিত সদস্য হতে নিচের লিংক থেকে সদস্য ফরম পূরন করে পাঠিয়ে দিন। কেন্দ্রসহ সকল শাখার সকল পর্যায়ের সদস্যদের জন্য ফরমটি বাধ্যতামূলক। পরবর্তীতে বিএমএসএফের শাখাগুলোকেও কোড নাম্বারের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd-VkmaoOSqdZxrCyWsHGQ2lq6b4acysOY83AymBxqFw10tGQ/viewform?usp=sf_link বিস্তারিত জানতে ০১৭১২৩০৬৫০১/ ০১৭১১২৩২৫১৬/০১৫১৫৬৪৪৪৮০/০১৭২০৪৬২৮৫৬ নাম্বারে যোগাযোগ করতে পারবেন।