বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
ত্রিপুরারী দেবনাথ তিপু ,মাধবপুর :
দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকার চতুর্থ প্রতিষ্টাবার্ষিকী ও ৫ ম বর্ষে পদার্পন উপলক্ষে মাধবপুর উপজেলা প্রেসক্লাবে এক অনুষ্টানের আয়োজন করা হয়।আজ রবিবার(১২ সার্চ) সকাল ১১ টায় মাধবপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক সংবাদ প্রতিনিধি এরশাদ আলী।দেশ রূপান্তর সংবাদদাতা জালাল উদ্দিন লস্করের সঞ্চালনায় আলোচনা অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওসি(তদন্ত) মোঃ আতিকুর রহমান,মৌলানা আসাদ আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহির উদ্দিন, অধ্যাপক জগদীশ দেবনাথ, বিআরডিবি অফিসার এএম ফয়সল চৌধুরী,উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহীন মিয়া,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনুমাধব রায়,যুব লীগ সহ সভাপতি মোঃ হেলাল মিয়া প্রমুখ।অন্যন্যের মধ্য বক্তব্য রাখেন দৈনিক জনকন্ঠ প্রতিনিধি ও মাধবপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক শংকর পাল চৌধুরী,দৈনিক প্রতিদিনের সংবাদ ও বাংলা টিভির প্রতিনিধি মোঃ হামিদুর রহমান।বক্তারা দৈনিক দেশ রূপান্তরের দায়িত্বশীল সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।পরে অতিথিবৃন্দ কেক কেটে দেশ রূপান্তরের দায়িত্বশীলতার পঞ্চম বর্ষে পদার্পণ উদযাপন করেন।