শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন

News Headline :
রাজশাহী-৫ আসনের সাবেক এমপি ডা. মনসুর রহমানের বিরুদ্ধে দুদকের মামলা ইসলামপুরে উৎসব মূখর পরিবেশে দৈনিক ইত্তেফাকের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রাজশাহীর পদ্মায় ধরা পড়লো ১১ কেজির বাঘাইড় রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকান্ডে আ’লীগের সাবেক সভাপতিসহ গ্রেফতার ৯ নওগাঁর ১নং ভাঁরশো ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত ১ আসামি গ্রেফতার রাজশাহীতে ফের বাস ও সিএনজি চালকের সংঘর্ষ আহত ২ রাজশাহীর পুঠিয়ায় ইটের মাপ কমিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগ পাবনায় বালুবাহি ট্রলি চাঁপায় পুলিশ সদস্য নিহত ১জন আহত আটক ২জন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি’র নতুন কমিটি গঠন

মেদিনীপুরের কোলাঘাট এলাকার ভোগপুর স্টেশনের সামনে ট্রেনের ধাক্কায় আকস্মিক দুই ছাত্রের মৃত্যু

Reading Time: < 1 minute

শম্পা দাস ও সমরেশ রায়
৮ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার, জানা গেছে মেদিনীপুরের কোলাঘাটের ভোগপুর স্টেশনের সামনে , রাত নটা নাগাদ ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু ঘটলো দুই স্কুল ছাত্রের, এলাকায় শোকের ছায়া নেমে আসে, এর বাড়ি কোলাঘাটের ভোগপুর এলাকার, কোদালিয়ার কোলে পাড়ার বাসিন্দা,
ছাত্রদের নাম, রূপঙ্কর কোলে, এবং দিব্যেন্দু সাঁতরা, দুজনেই ভোগপুর কেনারাম হাই স্কুলের নবম শ্রেণী ছাত্র।
জানা গেছে, রুপঙ্করের বাবা ঠাকুর তৈরী করে, গতকাল রাতে মেছাদা গিয়েছিল ঠাকুরের গহনা কিনতে ,বাড়ী ফেরার পথে লোকাল ট্রেন থেকে, কানে থাকা মোবাইলের হেডফোন ভোগপুর স্টেশনের কাছে রেললাইনে পড়ে যায়। বন্ধু দিব্যেন্দুর বাড়ীর কাছে, খরগপুর হাওড়া রেল লাইনের ধারে পড়ে গিয়েছিল, সেজন্য রূপঙ্কর পরে তার সহপাঠী কে ডেকে নিয়ে মোবাইলের হেডফোন খুঁজতে গিয়েছিল বলে জানা যায়, রাত নটা নাগাদ হাওড়া থেকে খড়গপুর যাওয়ার মুম্বাই গীতাঞ্জলী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় ,ওই দুই স্কুল ছাত্রের,খবর পাওয়ার সাথে সাথে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকায় ভিড় জমে যায় দেখার জন্য, ঘটনা স্থলে রেল পুলিশ পৌঁছায়, দেহ দুটি তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ,,ময়নাতনদের জন্য পাঠানো হয়েছে।
খবর পৌঁছে যায় স্কুলের অন্যান্য ছাত্র ছাত্রী ও ‌ পাশে থাকা অভিভাবকদের কাছে তৎক্ষণাৎ তারা এলাকায় আসেন, ঘর পৌঁছানো আজ সারা ইস্কুলে শোকের ছায়া।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com