বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মুক্তাগাছা প্রতিনিধি :
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কুমারগাতা ইউনিয়নের ৭ টি মাদক মামলায় তালিকাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ । মঙ্গলবার মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দুলাল আকন্দের নির্দেশে এস আই সোহেল রানার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি টিম ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে । গ্রেফতারকৃত আসামি তোতা মিয়া ইউনিয়নের ঘোষবাড়ি গ্রামের মৃত আবুল হোসেনর ছেলে । জানাযায, তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে মাদকের ৭ টি মামলা চলমান রয়েছে । মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৭টি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি তোতা মিয়া দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সাভারের আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।