admin
- ২৩ ফেব্রুয়ারী, ২০২৩ / ৯২ Time View
Reading Time: < 1 minute
সাইফুল ইসলাম, হিলি দিনাজপুর:
নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে স্বজন সমাবেশ হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে হাকিমপুর প্রেসক্লাবের সভাকক্ষে এক পাঠক সমাবেশ অনুষ্ঠিত হয়। িস্বজন সমাবেশে হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনের সভাপত্বিতে প্রধান অতিথির হাকিমপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন। অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা প্রতিনিধি আব্দুল আজিজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ আলম,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,মহিলা ভাইস-চেয়ারম্যান পারুল নাহার,প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুর রহমান, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া,হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক,হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা বদিউজ্জামান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির। এছাড়াও হাকিমপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক আনেয়ার হোসেন বুলু,রমেণ বসাক, শফিকুল ইসলাম শফিক, সালাউদ্দীন বকুল, হালিম আল রাজী, মিজানুর রহমান,নূরুজ্জামান,মোসলেম উদ্দীন, লুৎফর রহমান,মোস্তাকিম হোসেন,সোহেল রানা, শাহীন আলম,সামিউল ইসলাম আরিফসহ অসেকেই। এসময় বক্তারা বলেন,দুই যুগ ধরে দৈনিক যুগান্তর পত্রিকা সততা ও নিষ্ঠার সাথে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে আসছে। দৈনিক যুগান্তর সামনের দিকে আরোও এগিয়ে যাবে এমন প্রত্যাশা সবার।